আঙ্গুলের ফাকেঁ ঘা (হাজা ঘা)

রোগ বিবরন : অধিকক্ষন জলে বা কাদায় কাজ করিয়া সাবান দিয়ে কাপড় কাচিয়া বা বর্ষায় জলে ভিজিয়া হাতে ও পায়ের আঙ্গুলের ফাকে এক প্রকার ঘা হয় ।উহাকে হাজা ঘা বলে ।বংশগত কারনে ও এই রোগ হইতে দেখা যায় ।

চিকিৎসা

এসিড নাইট (Acid Nit) : খিটখিটে স্বভাব অতিশয় রাগী শীত কাতর মুখে দুর্গন্ধ ঠোটের কোনো ঘা ঘামে দুর্গন্ধ যুক্ত মল প্রস্রাবে কটু দুর্গন্ধ ।এই ধাতুর রোগীদের হাতে ও পায়ের আঙ্গুলের ফাকে ঘা অত্যন্ত দুর্গন্ধ টাটানি খোচা মারা ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি 200 প্রত্যহ সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগে 1m বা 10m সকাল বিকাল দুই মাত্রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *