আঘাত (ব্যথা পাওয়া)

রোগী বিবরন : বিভিন্ন প্রকারে আঘাত লাগিতে পারে ।হোচট লাগিয়া পরিয়া যাইয়া কিল মুসি বা লাঠিয়া আঘাত ঢিলার আঘাত কোন প্রকার চাপ লাগা হোচট লাগা থেতলে লাগা হোচট যাওয়া ।আরো নানাবিধ কারনে আঘাত লাগিতে পারে ।

চিকিৎসা

আর্নিকা মস্ট (Arneca Mont) : শরীরের যেকোন স্থানে যেকোন প্রকারেই আঘাত হউক না আর্নিকাই তাহার প্রধান ঔষধ ।আঘাত আরোগ্য করিতে পারে ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 তিন ঘন্টা অন্তর ।পুরাতন আঘাতে 200 1m বা আরো উচ্চ শক্তি ।

হেলিবোরাস (Halleborus) : মাথায় আঘাত পাইয়া রোগী অজ্ঞান হইলে আর্নিকা সেবনে স্মপূর্ণ উপকার না হইলে হেলিবোরাস আরোগ্য করিতে পারে ।

সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 এক দুই ঘন্টা অন্তর ।বহু দিন পূর্বে মাথায় আঘাত লাগিয়া কোন রোগের উৎপত্তি হইলে হেলিবোরাস তা আরোগ্য তা করিতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *