রোগ বিবরন : ইহা সাধারনতঃ হজম শক্তির গোলযোগের কারনে দেখা দেয় ।অপরিমিত ভোজন শারীরীক পরিশ্রম না করা ।অলস ভাবে বসিয়া দিন বা আরো নানা কারনে এই রোগ জন্মাতে পারে । কঠিন রোগ ভোগের পর এবং বৃদ্ধ বয়সে অরুচি বা ক্ষধাহীনতা রোগ দেখা দেয় ।

চিকিৎসা

হাইড্রাসটিস (Hydrastis) : পেটে ক্ষুধা মুখে অরুচি অথাৎ পেটে ক্ষুধা আছে থাইতে ইচ্ছা হয় কিন্ত যে কোন খাদ্য মুখে ভাল লাগে না । জোড় করিয়া কিছু আহার করিলে পেটে যন্ত্রনা বাড়ে ইত্যাদি লক্ষনে ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা অর্ধ ছটাক জলসহ প্রত্যহ দুই বার ।

কলচিকম (Calchicum) : খাদ্য দ্রব্যা অভক্তি খাইবার ইচ্ছামতো দুরের কথা খাদ্য দ্রব্য দেখিতেও চায় না । খাদ্য দ্রব্যার গন্ধে বমি আসিতে চায় ।কিছু খাইবার জন্য আবদার করিলে রোগী বিরক্ত বোধ করে ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে ২ বার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *