অন্ডকোষের পীড়া

অন্ডকোষের পীড়া (একশিরা):

রোগ বিবরন : প্রমেহ স্রাব বন্ধ হইয়া ঠান্ডা বা আঘাত লাগিয়া অধিক চলাফেরা করিয়া কিংবা উপদংশ রোগীদের এই পীড়া অধিখ হয় ।এক বা উভয় বিচিতে প্রদাহ হইয়া ফুলিয়া উঠে ।অত্যন্ত বেদনা ও জ্বর হয়। অন্ডকোষের জল জমিয়া বড় হইলে তাহাকে কোরন্ড রোগ বলে ।কোরন্ড বেদনা বড়ে একটা থাকে না ।

আর্নিকা মন্ট (Arnica Mont) : অন্ডেকোষে কোন প্রকার আঘাত লাগার ফলে টাটানি ব্যথা শক্ত ফোলা ইত্যাদি উপসর্গে ইত্যাদি প্রযোজ্য ।

সেবন বিধি : শক্তি 6,30 বা 200 তিন ঘন্টা অন্তর ।ইহার Q বাহ্যিক ব্যবহারে শীঘ্র উপকার হয় ।

স্পঞ্জিয়া (Spongia): বাম অন্ডকোষে অত্যন্ত টাটানি ব্যথা শক্তি অন্ডকোষে গোড়ার রগ ফুলিয়া মোটা নড়াচড়ায় ব্যথা বাড়ে ।ইত্যাদি লক্ষনে ইহা প্রয়োগ করিয়া বহু রোগী আরোগ্য হইয়াছে ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 ৩ ঘন্টা অন্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *