রাতে বা দিনে ঘুমের ঘোরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্ন দোষ বলে। হস্তমৈথুনাদি ইহার প্রধান কারন। হস্তমৈথুন বা স্বপ্ন দোষ জনিত কারনে যে সর্বনাশ হয় তাহা তারা বুজিতেই পারে না। শারীরিক ও মানসিক শক্তি কমিয়া যায়। দেহ জীর্ণ, শীর্ণ, যৌবনের লাবন্য হারিয়ে ফেলে, ফলে ক্ষুধা মন্দা বিষন্নতা উদাসীনতা প্রভূতি লক্ষন প্রকাশ পায়।
চিকিৎসা
ষ্ট্যাফিসেগ্রিয়া (
সেবন বিধি : শক্তি 200 দিনে দুই বার। ১৫ দিন খেতে হবে।
ডিজেটেলিন (Digitalin) : স্বপ্ন দোষের একটি উৎকৃষ্ট ঔষধ। ঘুমের ঘোরে স্বপ্ন দোষ হয়। তাহাতে ঘুম ভাঙ্গে না।
সেবন বিধি : শক্তি ২০০ দিনে দুই বার। ৭ দিন খেতে হবে।